সকাল থেকেই শুরু হয় তাদের দায়িত্ব পালন। প্রথম কাজ থানা এলাকায় আগত প্রবাসী হোম কোয়ারান্টাইনে আছেন কি-না তা জেনে নেয়া। এরপরই শুরু হয় থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার কাজ। গত কয়েকদিন থেকে এভাবেই দিন কাটছে মহানগরীর মোগলাবাজার থানাপুলিশের। সোমবার সকাল থেকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আখতার হোসেনের নেতৃত্বে বিভিন্নস্থানে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে থানাপুলিশ। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন টিম এসব কাজ চালিয়েছে।
এ সময় থানার ওসি আখতার হোসেন গ্রামবাসীর উদ্দেশে বলেন, আপনারা কয়েকটি দিন বাড়িতে অবস্থান করুন। বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। কিছু সময় পরপর সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন। যে-কোনো প্রয়োজনে থানাপুলিশকে অবহিত করুন। সরকারের পরবর্তী নির্দেশের আগে দয়া করে ঘর থেকে বের হবেন না। আপনারা আপাতত ঘরে থাকলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা চাই আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। বিজ্ঞপ্তি