গোলাপগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জুনই মিয়ার মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এক শোক বার্তায় তিনি বলেন, ডা. জুনই মিয়া গোলাপগঞ্জের মুরাদিয়া ছবুরিয়া উচ্চবিদ্যালয়, আতহারিয়া উচ্চবিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। মফস্বল এলাকায় সেই অন্ধকারযুগে বিজ্ঞান শিক্ষকের আকাল ছিল তৎকালীন সময়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে যান। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষকতাকে শুধু আদর্শ ও মহৎ পেশায় রূপ দেননি বরং সমাজকে আলোকিত করেছেন। শোয়েব বলেন, তিনি নিজে এ শিক্ষকের একজন ছাত্র হিসেবে গর্বিত। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি