
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গণসংযোগ করেছেন। তিনি ৪ সেপ্টেম্বর মোগলাবাজার থানার রাখালগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, নেত্রী আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলে নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করবো ইনশআল্লাহ। নেতা হওয়ার জন্যে নয়, জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি বলেন যদি দল আমাকে মনোনয়ন প্রদান করে আমি সর্বদা এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস ছালাম, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, হাবিব হোসেন, মিশু আহমদ, শেখর মিয়া, কাওসার আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবলীগের সদস্য তপন তন্দ্র পাল, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহিদ আলী, জেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মনুয়ার হোসেন মনু, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুবলীগ নেতা রুবেল আহমদ, শাহীন আহমদ, তেরাব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মিজান উদ্দিন, শাহীন আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রুবেল, লিহিন আহমদ, নারায়ন কর বাবর, শিপলু, নাজমুল, লায়েক, তুহিন, রাজু প্রমুখ।