সিলেটের ওসমানীনগরে গোপন বৈঠককালে বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে পাঁচজন থানা বিএনপির এবং অন্যরা ইউনিয়ন বিএনপির নেতা।
সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বলাউরা ইউনিয়নের করমসী এলাকার সাবেক চেয়ারম্যান কওছর আহমদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও থানা সভাপতি সৈয়দ মোতাহির আলী (৬৫), ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ফখর উদ্দিন (৪৭), সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (৪৭), যুগ্ম সম্পাদক আবদুল গয়াস মিয়া (৪৫) ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবু ফয়েজ চৌধুরী (৪৭)।
আটক অন্যরা হলেন- উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কওছার আহমদ (৬১), সদস্য আবদুল মান্নান (৪০), দয়ামীর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইমাজ উদ্দিন লিলু (৪৮), সদস্য মো. সাজন আলী (৫০), বাচ্চু মিয়া চৌধুরী (৪০), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল আলম (৩০), সদস্য মো. জুনাত দায়ী গাওহার কমরু (৪৫), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মো. হাদিম খান (৭০), সদস্য রকিব আলী (৩০), গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল আহমেদ পাভেজ (৪০), সদস্য আবুল কালাম (৪৫)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, আটকদের মধ্যে অনেকের নামে মামলা রয়েছে।
এদিকে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা আবারক আলী মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে তার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।