নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুরমা থেকে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দক্ষিণ সুরমার বারখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সেলিম আহমেদ (৪০) দক্ষিণ সুরমার রূপালী আবাসিক এলাকার মৃত সিকন্দার মিয়ার ছেলে ও ৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, সেলিম আহমদের চেক জালিয়াতি মামলায় ৫ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তার আসামি সেলিমকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।