• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশুক (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ নামে আরেক স্কুলছাত্র আহত হয়েছে।
নিহত মাশুক উপজেলার আসামপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মাশুক। এসময় সোহাগ নামের ষষ্ঠ শ্রেণীর আরেক স্কুল ছাত্র আহত হয়। আহত সোহাগ আসামপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনরকম যোগাযোগ করা হয়নি। তবে আমরা খবর নেয়ার জন্য সেখানে পুলিশ পাঠিয়েছি।