বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে পৌরসভার কসবা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
ওসি শাহজালাল মুন্সি জানান, ছাত্রদল নেতা ফয়েজ আহমদকে তার বাড়ি থেকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেফতার বিষয়টি পরে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের জানানো হবে বলে জানান তিনি।
এদিকে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ জানান।