• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মোস্তাক হোসেন মারা গেছেন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৮

মোস্তাক হোসেনঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘মোস্তাক ভাই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ১১টা বাজার পাঁচ মিনিট আগে মারা যান। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে বৃহস্পতিবার ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হলে আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।’
সাইফুল ইসলাম আরও জানান , দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আজ (সোমবার) বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন।