• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘শুরুটা ভাল হয়েছে শেষটা ভাল চাই’

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সাকিব আল হাসান এই নিয়ে চার নম্বর বিশ্বকাপ খেলছেন। মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন। গতকাল কেনিংটন ওভালে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ জয়ের পর প্লেয়ার মিক্সড জোনে কথা বলেছেন।
সেখানে হাসিমুখে বলেছেন, প্রতিটি বিশ্বকাপে শুরুটা ভালো হয়, শেষটা তো ভালো হয় না। এবার শেষটা ভালো করতে চাই। বাংলাদেশ দলের জন্য একটি বিশেষ দিন মনে করেন সাকিব। ৭৫ রান ও ১টি উইকেট শিকার করা সাকিব বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিশেষ দিন। বিশ্বকাপ কঠিন চ্যালেঞ্জের। এমন একটা টুর্নামেন্টে শুরুতে এমন ভালো পারফরম্যান্স অনুপ্রেরণা দেয়। অবশ্যই বিশেষ ম্যাচ এটা আমার জন্য। প্রথম ম্যাচে এমন শুরুটা দরকার ছিল।
সাকিব মনে করেন, এমন একটা শুরু করা জরুরি ছিল। বাংলাদেশ দলকে নিয়ে সাকিব বলেছেন, আমার খুব ভালো লেগেছে। বিশ্বাস ছিল আমরা পারব। আমাদের দেখানোর দরকার ছিল। বিশ্বাস কাজে দেখানোর দরকার ছিল। সবাই উদগ্রীব ছিল। আমরা ভাগ্যবান। আমাদের প্ল্যান কাজে লেগেছে।
ব্যক্তিগতভাবে খুশি সাকিব। তিনি মনে করেন দিনটি ভালো ছিল। তিনি বলেছেন, দলের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। মুশফিক ভাইয়ের সঙ্গে পার্টনারশিপটা কাজে লেগেছে। চেষ্টা থাকবে আরও কিছু করার। আরও ৮ ম্যাচ আছে। আরও কঠিন ম্যাচ আসছে। প্রতিটি দল এখন সতর্ক থাকবে। সবার মনোযোগ এখন আমাদের ওপর। ফোকাস এখন হয়ে গেছে। আর এ ম্যাচে ওপেনারদের ভালো ভূমিকা ছিল। আর মুশফিক ভাই যখন এসেছেন তখন আমরা ঠিক করেছি যে, উইকেটে ব্যাট করা সহজ। এখন টিকে থাকতে হবে। তা হলে পরে রান আসবে।
নিউজিল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না সাকিব। তিনি বলেন, আমার প্রিয় প্রতিপক্ষ বলব না। ওরা বড় টুর্নামেন্টে সেরাটা খেলে। আর আগের ম্যাচে ওরা ভালো করেছে। আমাদের পরের ম্যাচে ভালো করতে হবে। সেরাটা না পারলে সম্ভব না জেতা। বাংলাদেশ বড় দল, এটা আমরা বলার চেষ্টা করি; কিন্তু অন্যরা পাত্তা (হাসি) দিতে চায় না। আমাদের আরও অনেক কিছু প্রমাণ করতে হবে। সবার মানসিক অবস্থা ভালো।