বি৭১নি ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের শুরু হচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মিশন। লন্ডনে দ্য ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হবেন টাইগাররা। ইনজুরি নিয়ে শংকা থাকলেও তামিম ইকবালকে পাচ্ছে বাংলাদেশ।
এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি । বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের এটি প্রথম ম্যাচে হলেও ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন।