• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘খেলার সিদ্ধান্ত তামিমের হাতে’

bijoy71news
প্রকাশিত জুন ১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
স্বস্তির খবর কব্জিতে ব্যথা পাওয়ার পরদিনই অনুশীলনে ফিরেছেন তামিম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন কি না তামিমকেই এই সিদ্ধান্ত জানাতে হবে। আজ শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম ফিটনেস পরীক্ষা করিয়েছে। ফিজিওর সঙ্গে সে মাঠে আছে। সবকিছু দেখে ফিজিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আসলে ফিজিও না, তামিম নিজেই জানাবে খেলতে পারবে কি না।’
একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও তামিমকে পায়নি বাংলাদেশ। ওই ম্যাচে ব্যথার জন্য খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার।
তামিমের ফিটনেস নিয়ে মাশরাফী আরও বলেন, ‘সে কতটা ফিট এটা সেই বলতে পারবে। এটা তার ওপরেই নির্ভর করছে। যার ইনজুরি সে নিজেই ভালো বোঝার কথা। তামিম এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’
আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।