• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং, ১২ জুয়াড়িকে আইসিসির আগাম সতর্কতা

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিশ্বকাপের আর মাত্র তিনদিন বাকি। এরইমধ্যে শুরু হয়েছে ম্যাচ ফিক্সিং নিয়ে নানা সম্ভাবনা। আগের তুলনায় এবার অনেকটাই সতর্ক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ পর্যন্ত তারা ১২ জন ম্যাচ ফিক্সারকে আগে থেকেই সাবধান করেছে। আর আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর আইসিসি এখন আরও বেশি সতর্ক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি কর্মকর্তাদের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এই ১২ জন বুকি বিশ্বকাপ চলাকালীন কোনোভাবেই ইংল্যান্ডে ঢুকতে না পারে। এই ১২ জনের মধ্যে বেশিরভাগ উপমহাদেশের বুকি।
আইসিসির দুর্নীতি দমন (এসিইউ) শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘এই ১২ জনের ব্যাপারে আমরা যাবতীয় তথ্য দিয়েছি পুলিশকে। প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, এই ১২ জনকে কোনোভাবেই বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে আসতে দেওয়া হবে না। ওরা কোনোভাবে মাঠে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
এসিইউ’র জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘প্রতিটি দলে আমাদের ইউনিট থেকে একজন কর্মকর্তা থাকলে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধাজনক হবে। কোনো ক্রিকেটার ফিক্সিংয়ের ফাঁদে পা দিয়েছে কিনা সেই ব্যাপারে খোঁজ-খবর রাখতে আমাদের কমিশনের প্রতিনিধি সক্রিয় ভূমিকা নেবে।’
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। ক্রিকেটের সব থেকে বড় আসরে যেন কোনোভাবেই ফিক্সিংয়ের কালো ছায়া না থাকে সে ব্যাপারে সবরকম উদ্যোগ নিচ্ছে আইসিসি।