• ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন মাশরাফি

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ছুটি কাটিয়ে দলের সঙ্গে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।
এর আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ জিতে গত শনিবার ছুটি কাটাতে দেশে ফেরেন মাশরাফি।
আজ বিমানবন্দর ত্যাগ করার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক, চেয়েছেন সবার দোয়া।
মাশরাফি বলেন, ‘সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো করার চেষ্টা করবো।’
ত্রিদেশীয় সিরিজ জেতাটা বিশ্বকাপ ক্রিকেটে কতটুকু প্রভাব ফেলবে-জানতে চাইলে মাশরাফি বলেন,‘দুইটা দুই টুর্নামেন্ট। আশা করি,সবার কনফিডেন্স ইনশাআল্লাহ ভালো আছে। এখন টুর্নামেন্ট তো ডিফারেন্ট। অবশ্যই এখানে স্টার্টটা ইমপোরটেন্ট। ভালো স্টার্ট করতে পারলে আশা করি ভালো হবে,ইনশাআল্লাহ।
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।