বি৭১নি ডেস্ক :
আয়ারল্যান্ড সফরের আগে সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের কমতি ছিল না। বিশ্বকাপ ক্যাম্পে সময়মত যোগ না দেওয়া, দলের ফটোসেশনে না থাকা নিয়ে জল কম ঘোলা হয়নি। রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডারকে নিয়ে।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামা খুব একটা সুযোগ পাননি সাকিব। তবু আইপিএল খেলতে দলের বিশ্বকাপ ক্যাম্পে সময় মতো যোগ দেননি তিনি। এদিকে দেশে ফিরে জড়িয়ে পড়েন আরেক বিতর্কে। দলের জার্সি উন্মোচনের দিন ফটোসেশন না করেই চলে যান তিনি।
এনিয়ে বিসিবি সভাপতি পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। সমালোচনার এক পর্যায়ে সাংবাদিকদের দায়ী করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তা নিয়েও তৈরি হয় তুমুল বিতর্ক।
এদিকে আয়ারল্যান্ডে সাকিব গিয়েছেন আলাদা। দলের সঙ্গে যাননি। পরিবার নিয়ে পরে গিয়েছেন। এইসব মিলিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন দলের এই সহ অধিনায়ক। কারো কারো অভিযোগ, সাকিব স্বার্থপর, দেশ নয়, নিজের জন্য খেলেন।
এত সমালোচনার পরও চুপ থাকেন সাকিব। বিন্দুমাত্রও প্রতিবাদ করেননি তিনি। তার এই নীরবতার কারণ বোঝা গেল ত্রিদেশীয় সিরিজের শুরুতেই। নিজের বিরুদ্ধে আসা সমস্ত সমালোচনার জবাব সাকিব দিয়েছেন পারফরম্যান্স দিয়ে।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেই জয়ে সাকিবের ছিল গুরুত্বপূর্ণ অবদান। ১০ ওভার বল করে মাত্র ৩.৩০ ইকোনোমিতে নিয়েছেন এক উইকেট। ফিল্ডিংয়েও ছিলেন উজ্জ্বল।
আর ব্যাট হাতে বাংলাদেশের জয়ের পথে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। যদিও জয়ের ভিতটা তৈরি করে দিয়ে গেছেন তামিম ও সৌম্য। কিন্তু তাতে শেষ তুলির আঁচড়টা দেন সাকিবই।
সমালোচনার এরচেয়ে মোক্ষম জবাব আর কী হতে পারে?