• ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএল ফাইনালে দুই ‘বন্ধুর’ রোমাঞ্চকর লড়াই

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আর মাত্র একটি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে পাওয়া যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন দলকে। এ আসরের ফাইনালে লড়াই করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এ মুখোমুখি লড়াই বাংলাদেশের ক্রিকেটের জন্য দুই বন্ধুর লড়াইও। দুই বন্ধুর মধ্যে শেষ হাসি কে হাসবেন এটাই এখন দেখার বিষয়।
সাকিব-তামিমের বন্ধুত্বের কথা কারো অজানা নয়। এক সময় তারা থাকতেন পাশাপাশি ফ্ল্যাটে। দুই বন্ধুর সম্পর্ক অনেক মধুরও। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই শেষ হাঁসি হেসেছেন তামিম। ফাইনালে যদি সাকিবদের হারাতে পারেন তা হতে পারে তামিমদের জন্য দানে দানে তিন দান।
অন্যদিকে সাকিবদের সামনে আসে প্রতিশোধ নেওয়ার সুযোগ। গ্রুপপর্বে দুই ম্যাচেই হারের ঝাল কড়ায় গণ্ডায় মেটাতে পারেন ফাইনালে হারিয়ে। কোয়ালিফায়ারের দুই ম্যাচেই সাকিবরা দেখিয়েছেন দুর্দান্ত পারফর্মেন্স। ফাইনালে উঠেও একই পারফর্মেন্স দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।
দুই দলের মধ্যে দুই বন্ধুই আছেন সেরা পারফর্মারদের মধ্যে। ব্যাটিংয়ে তামিম ইকবাল অবস্থান করছেন সেরা পাঁচে। ১৩ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩২৬ রান। সর্বোচ ৭৩ রান করেন। তবে তামিমের স্ট্রাইক রেট টি-টোয়েন্টির সঙ্গে যায় না। মাত্র ১১৩.২৯!
অন্যদিকে ব্যাটিং-বোলিং উভইয় বিভাগেই আলো ছড়িয়েছেন সাকিব। ২২ উইকেট নিয়ে তালিকার সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় অবস্থান করছেন দুই নম্বরে। ফাইনালে এক উইকেট নিলেই বিপিএলের এ আসরে তিনি হয়ে যাবেন সেরা উইকেট সংগ্রাহক। ২২ উইকেট নিয়ে তাসকিন অবস্থান করছেন ১ নম্বরে। ব্যাট হাতেও খেলেছেন সমানতালে। তার ব্যাট থেকে আসে ২৯৮ রান। সর্বোচ্চ ৬১ রান করেন।
দুই বন্ধুর লড়াইয়ে কে হাসেন শেষ হাসি দেখতে অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত।