বি৭১নি ডেস্ক :
প্লে-অফের প্রথম খেলায় চিটাগংকে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা মুখোমুখি হবে রংপুর-কুমিল্লা ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে। চিটাগংকে হারানোর পর কোয়ালিফায়ারের প্রতিপক্ষ নিয়ে দলটির পেসার রুবেল হোসেন বলেন, ‘যে দলই আসুক না কেন কোনো সমস্যা নেই।’
আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষ রুবেল বলেন, ‘যে দল আসবে সেই দলের বিপক্ষে খেলতে হবে। কোনো সমস্যা নাই। এখন তো ডু অর ডাই ম্যাচ। জিততেই হবে। কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। দেখার তো কোনো সুযোগ নেই।’
বিপিএলের এ আসরে রুবেল হোসেন ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। সর্বোচ চার উইকেট নিয়েছেন ৩০ রান দিয়ে। নিজের বোলিং সম্পর্কে বাংলাদেশ দলের এ ডানহাতি পেসার বলেন, ‘সব ঠিক আছে। আমার কাছে মনে হয় সব কিছুই ঠিক-ঠাক আছে। ডেড বোলিংয়ে আমাকে আরও কনসেনট্রেসন রাখতে হবে। ওই সময়গুলো বেশ ভাইটাল একটা ম্যাচের জন্য। ডেড বোলিংয়ে আমাকে আরও সিরিয়াস হতে হবে। দুই তিনটা ম্যাচ যেটাই আছে সেগুলো ঠিক মতো খেলতে হবে। বিপিএলে আমার বোলিং নিয়ে খুশি।’
ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগে রুবেল বলেছিলেন টি-টোয়েন্টি অধিনায়কের দলের খেলার কারণে অধিনায়ক নিজেই বিবেচনা করতে পারবেন তার পারফর্মেন্স।
এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আসলে সেটা তো সম্পূর্ণ অধিনায়কের ওপরে। আমি সব সময় চেষ্টা করি আমি আমার ভালো ক্রিকেটটা মাঠে দেওয়ার জন্য। যে লেভেলেই খেলি না কেন, বিপিএল বলেন আর জাতীয় পর্যায়ে বলেন। আমি চেষ্টা করেছি এবং আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। সামনের যে খেলাগুলো আছে সেগুলোতেও দিব।উনি তো মাঠে থেকেই দেখছেন। সম্পূর্ণ বুঝতেছেন। কোন জায়গায় বোলিং করছি বা ভালো পারফর্ম করছি কি না। আমার কাছে মনে হয় ভালো কিছুই হবে।’
চলতি মাসের ১৩ তারিখ থেকেই শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। রুবেল হোসেন কথা বলেন এ সফর নিয়েও। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা অনেক সফর করেছি। ওখানে দেখেছি কেমন উইকেট হয়। মাঝে মাঝে ব্যাটিং সহায়ক উইকেটও হয়। তো আমার কাছে মনে হয় খুব ভালোই হবে। ওখানে আমাদের সবাই সিরিয়াসলি প্র্যাকটিস করবে। ওই কন্ডিশন আর আমাদের কন্ডিশন তো এক না। প্লাস পয়েন্ট যে আমরা সবাই খেলার ভেতর আছি। এটা খুব কাজে দিবে। ম্যাচ খেলার ভেতর থাকলে রিদম থাকে। মনোযোগ এবং বাকি সব কিছু বেশ ভালো থাকে।’