• ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘বৈশ্বিক প্রযুক্তি’ ব্যবহারে ক্রিকেটপ্রেমীদের উম্মাদনা বাড়াচ্ছে বিপিএল

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ক্রিকেটপ্রেমী দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। দেশের প্রায় প্রতিটি আনাচে-কানাচে বিপিএলের উন্মাদনা এখন তুঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রিকেটপ্রেমীদের এমন সাড়া পাওয়ায় বেশ উচ্ছস্বিত।
আর তাই প্রিমিয়ার লীগের এই আসরকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের ভালোলাগা এবং আগ্রহ বাড়িয়ে দিতে প্রযুক্তিগত দিক থেকেও বড় ধরনের চমক এনেছে বিসিবি।
আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির গ্যাজেট ব্যবহার করা হচ্ছে সম্প্রচারে। মাঠের বাইরে এবং ভেতরে দর্শকদের ভালো লাগা আরও বাড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে বিপিএল। নতুন সব প্রযুক্তি আর ড্রোনের ব্যবহার করে মাঠে এবং টিভির পর্দায় দর্শকদের উম্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে দেশের সব থেকে বড় উৎসবে পরিণত হয়েছে বিপিএল।
অত্যাধুনিক স্ট্যাম্প, স্পাইডার ক্যাম ও ড্রোনের কারণে বৈশ্বিক রুপ পেয়েছে এবারের বিপিএল আসরে। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা থাকায় লাখো দর্শক স্টেডিয়ামে উপস্থিত না থেকেও প্রাণবন্ত সম্প্রচারে খেলা উপভোগ করতে পারছেন। স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বসিয়ে ভেন্যুর চারদিকের আবহ টেলিভিশনের পর্দায় বেশ ভালোভাবে দেখতে পাচ্ছেন দর্শকরা।
এবারের বিপিএল আসরে ড্রোন ক্যামেরা ও স্পাইডার ক্যাম ব্যবহারের কারণে দর্শক আরও প্রাণবন্তভাবে খেলা দেখা উপভোগ করতে পারছেন। মাঠে অ্যাম্পায়ারের সঙ্গে ক্যামেরা সংযুক্তি থাকার কারণে ক্রিজে কি ঘটছে তা দেখতে পারছেন দর্শকরা।
পাশাপাশি প্রথমবারের মতো জিং বেইলস টেকনোলজি ব্যবহারের সুবাদে তাৎক্ষণিক স্ট্যাম্প হিটের আভাস পাওয়া যাচ্ছে। এর সাহায্যে স্ট্যাম্পে বল আঘাত হানার সাথেই ইনস্টল করা লাইটগুলো জ্বলে ওঠে। ফলে দর্শকরাও তাৎক্ষণিক ফল পেয়ে উল্লাসে মেতে উঠছেন।
ঢাকার এক ক্রিকেটপ্রেমী ইমান-উল-হক বলেন, ‘আমার কাছে জিং বেইলসের ধারণাটি ভালো লেগেছে। কেননা এতে দর্শকরা তাৎক্ষণিক উইকেটের ফলাফল পাওয়া যায়। এর সাহায্যে খেলোয়াড়দের সঙ্গেও এক ধরনের যোগসূত্রতা তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘যখনি স্ট্যাম্পে আলো জ্বলছে, তখনি ব্যাপক উচ্ছাস ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষের এমন উচ্ছাস স্টেডিয়ামকে আরও প্রাণবন্ত করে তুলছে।’
এদিকে, সম্প্রচারকারীরা টিভি অ্যাম্পায়ারদের সুবিধার জন্য ডিসিশন রিভিউ সিস্টেমের সময় আল্ট্রা-মোশন ক্যামেরা ব্যবহার করছেন।
ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সাড়া ও বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের জন্য বিপিএল অন্যতম টি-২০ লিগের আসর হিসেবে গণ্য হচ্ছে। এজন্য বিসিবি আসরকে আরও দৃষ্টিগ্রাহ্য করতে আন্তর্জাতিক মান বজায় রেখে খেলা সম্প্রচার করছে।
মিরপুরের স্থানীয় এক ক্রিকেটপ্রেমী উসমান বলছেন, ‘এবারের বিপিএল আসরটি অবশ্যই অন্য আসরগুলোর তুলনায় একেবারে অন্যরকম। আমরা এখন গর্ব করে বলতে পারি আমরাও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করতে পারি।’
চট্টগ্রামের বাসিন্দা সোহেল আহমেদ বলেন, ‘আমি স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারিনি। কিন্তু টেলিভিশনে প্রত্যেকটি ম্যাচ দেখেছি। এবারের আসওে খুবই ভালো সম্প্রচার করা হয়েছে।’