• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওয়ানডে দলে জায়গা পেলেন ইমরুল

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নিউজিল্যান্ড সফরের দলে অবশেষে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে ফর্মে থাকার পরও কেন স্কোয়াডে রাখা হয়নি-এর কারণ জানতে চেয়েছিলেন ইমরুল। ওই সময় তিনি বলেছিলেন, এভাবে বারবার উপেক্ষিত হলে একদিন ক্রিকেটকেই বিদায় জানাবেন।
এরপর ব্যাপক সমালোচনার মধ্যে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে ইমরুল কায়েসকে অন্তর্ভুক্ত করার কথা জানান নাজমুল হাসান পাপন।তবে ইমরুলকে দলে নেওয়া হলেও স্কোয়াড থেকে বাদ পড়ছেন না কেউ।
ওয়ানডে স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান।