• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশ নেই মূল পর্বে

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ জয়ের লড়াই। তবে এর আগে ১৮ তারিখ থেকে হবে বিশ্বকাপের বাছাই পর্ব।
১২টি দল নিয়ে ক্যাংগারুদের দেশে বিশ্বকাপের আসর বসবে। র‍্যাকিংয়ের প্রথম আট দল সরাসরি খেলবে মূলপর্বে। গ্রুপ ওয়ান ও গ্রুপ টুতে ভাগ হয়ে লড়াই করবে দলগুলো।
গ্রুপ ওয়ানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। আর গ্রুপ টুতে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।
বাংলাদেশকে মূল পর্বে যেতে হলে বাধা পেরোতে হবে বাছাই পর্বের। ১৮ তারিখ থেকে শুরু হবে সাকিবদের গ্রুপপর্বের বাধা পেরোনোর লড়াই।
বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :
১৯ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২৩ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লান্ডস্টোন এরেনা স্টেডিয়ামে।