ক্রীড়া প্রতিবেদক :
শুরু ও শেষটা হার নিয়েই বাংলাদেশ ছাড়ছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেটি তারকা ডেভিড ওয়ার্নার। সিলেটি এই অর্থে কারণ, তিনি বর্তমান অজি টিমের সঙ্গে নেই। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দল থেকে দুরে আছেন তিনি। আর বাংলাদেশে তিনি সিলেট সিক্সার্সের খেলোয়াড়।
অধিনায়ক হিসেবে দলের জন্য চেষ্টার কোনো ত্রুটি ছিল না তার। দিয়েছেন সর্বোচ্চটাই। তার চলে যাওয়াটাও নিতে পারছেন না দলের খেলোয়াড়রা। যার ৭ ম্যাচের ঝুলিতে আছে ৩ ফিফটিসহ ২২৩ রান, যিনি বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব দিয়ে দলকে সামনে টেনেছেন তার বিদায়ে মন তো খারাপ হবেই।
তার লড়াইয়ের মানসিকতা, দলীয় পজিশন ঠিক করা, ম্যাচের মাঝেই সতীর্থকে বোঝান- কোনো দিক থেকেই কমতি নেই। চলে যে একেবারেই যাচ্ছেন তা নয়। ২১ জানুয়ারি রাতের ফ্লাইটে নিজ দেশে ফিরবেন ওয়ার্নার। কিন্তু কবে ফিরবেন তা বলা মুশকিল।
যদিও সিলেট সিক্সার্স এক বিবৃতিতে জানিয়েছে, বাকি ম্যাচগুলোতেও এই অজি তারকাকে পাওয়া যাবে। তিনি কবে ফিরবেন তাও জানাবে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু কিন্তুটা কবে, তা জানেন না সমর্থকরা।
তবে দেশে ফেরার আগে দল নিয়ে কিছু সমালোচনা করেছেন এই খেলোয়াড়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটার ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্নার। বলেছেন, ‘আমাদের আসলে কিছু পরিস্থিতি বুঝতে হবে। একটা হচ্ছে শেষ দিকে কীভাবে বোলিং করতে হবে, এটা বুঝতে হবে। ম্যাচ খেলার সময় কিছু সচেতনতার ব্যাপারও আছে। দলের অনেক খেলোয়াড় অধিনায়কের দিকে সব সময় মনোযোগ দেয় না। তবে সন্দেহ নেই, সবাই উজাড় করে দেয়।’
অসন্তুষ্টি ছিল সিলেট অধিনায়কের। তবে সমালোচনার সাথে সাথে টুর্নামেন্ট নিয়ে প্রশংসাও করেছেন এই তারকা। ওয়ার্নার বলেন, ‘দর্শকেরা অসাধারণ, বিসিবির কাছে ভীষণ কৃতজ্ঞ আমাকে এখানে খেলার সুযোগ করে দেওয়ায়। অসাধারণ পরিবেশ। আশা করি আমার দল আরও কিছু ম্যাচ জিতবে।’