• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিস্ফোরক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স এখন সিলেটে

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দল ও গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে সিলেট এসে পৌঁছেছেন বিস্ফোরক ব্যাটসম্যান আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
পরে সেখান থেকে বেরিয়ে তিনি সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবিডি ভিলিয়ার্স।
এবার বিপিএলে রংপুর রাইডার্স তাকে দলে নেওয়ার পর থেকেই তৈরি হয় আগ্রহ। রংপুর ছয় ম্যাচ খেলে ফেলার পর অবশেষে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকান এই বিস্ফোরক ব্যাটসম্যান।
ক্রিস গেইল তো আছেনই। এবার রাইলি রুশো, অ্যালেক্স হেলসও আছেন রংপুরে। তবু বর্তমান চ্যাম্পিয়নদের সময়টা ঠিক ভালো যাচ্ছে না। প্রথম ছয় ম্যাচের মধ্যে চারটাতেই হেরেছে মাশরাফি মর্তুজার দল। সেরা চারে যেতে হলে বাকিম্যাচগুলো থেকে জেতার বিকল্প নেই রংপুরের।
বুধবার রাতে স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে ২৭ রানে হারে রংপুর। সিক্সার্সের দেয়া ১৮৮ রান তাড়ায় তাদের নামতে হয় ১৬০ রানে। শনিবার দুপুরে একই প্রতিপক্ষের বিপক্ষে নামবে রংপুর। সেই ম্যাচ দিয়েই বিপিএলে প্রথমবার নামতে যাচ্ছেন ভিলিয়ার্স।