• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকার প্রথম হার, মায়ের নামে রাজশাহীর

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের সিলেট পর্বে রাজশাহী কিংসের কাছে ২০ রানে হেরে এবারের আসরের প্রথম হারের স্বাদ পেলো ঢাকা ডাইনামাইটস। আর নিজেদের মায়ের নাম সম্বলিত জার্সি নিয়ে মাঠে নামা রাজশাহী ম্যাচটি জিতে তা উৎসর্গ করে পৃথিবীর সকল মায়েদের।
বুধবারের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল রাজশাহী কিংসের। কিন্তু শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ফলে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রানই সংগ্রহ করতে পেরেছে মেহেদী হাসান মিরাজের দল।
এদিন শুরুতেই ওপেনার মিরাজকে (১) হারায় তারা। কিন্তু অধিনায়কের বিদায়ের পর অন্য ওপেনার শাহরিয়ার নাফীসকে নিয়ে মার্শাল আইয়ুব দুর্দান্ত খেলতে থাকেন। ঢাকা ডায়নামাইটস বোলারদের দারুণ পিটিয়ে খেলেন আইয়ুব।
কিন্তু সুনিল নারিনের করা দ্বাদশ ওভারে আউট হয়ে যান নাফীস ও আইয়ুব। ফলে দুইজনের জুটি থেমে যায় ৭৬ রানে। প্রথমে আউট হন নাফীস (২৫)। ওভারের দ্বিতীয় বলে নারিনকে তুলে মারতে গিয়ে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন তিনি। আর ওভারের চতুর্থ বলে নারিনের করা বলটি আইয়ুবের ব্যাটে চুমু খেয়ে জমা পড়ে নুরুল হাসানের গ্লাভসে। ফলে থেমে যায় আইয়ুবের ৩১ বলে ৪৫ রানের ইনিংসটি।
এরপর রাজশাহীর আর কোন ব্যাটসম্যানই বড় কোন রান করতে পারেননি। জাকির হাসান ১৮ বলে ২০ ও রায়ান টেন ডোশে ১৬ রান করেছেন।
ঢাকার হয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন নারিন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান ও আল ইসলাম।
১৩৭ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে ঢাকা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৬ রান। ম্যাচ হারে ২০ রানে।