• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তালেবান হামলা, সেনা-পুলিশসহ নিহত ৪০

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক ::
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, হামলায় ৯ জন পুলিশ ও ৩৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রদেশটির কাউন্সিল প্রাধন মোহাম্মদ সাফদার মহাসেনি বলেন, বাগলান-ই-মারকাজি জেলার চেকপয়েন্টে হামলার পর আগুন ধরিয়ে দেয় তালেবান জঙ্গিরা। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।এর আগে গত সোমবার ফারযাব প্রদেশের ছিনায়া নামে সামরিক দপ্তরের একটি ক্যাম্পে হামলা চালায় তালেবানরা। এতে ১৭ জন সেনা সদস্যসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়।