• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আফ্রিদি ঝলকে কুমিল্লার শুভসূচনা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নিজের জাত চিনিয়েছেন শহীদ আফ্রিদি। তার ঝোড়ো ব্যাটিংয়ে চার উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কুমিল্লার অধিনায়ক স্মিথ। বোলাদের কৃপণ বোলিংয়ে ১২৭ রানের মধ্যেই সিলেট আটকে রাখে কুমিল্লা। টার্গেটে খেলতে নেমে কুমিল্লারও শুরুটা ভালো হয়নি। পরপর এভিন লুইস ও ইমরুল কায়েসকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে কুমিল্লা।
তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ কেটে যায় দলটির। ৩৫ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরে যান তামিম। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আফ্রিদি। মাত্র ২৫ বল খেলে ৩৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট সিক্সার্স। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৭ রান সংগ্রহ করে। তারকাবহুল কুমিল্লার জন্য এ লক্ষ্য অনেক ছোটই ছিল। কিন্তু সিলেটের বোলাররাও ছেড়ে কথা বলেননি। জয় পেতে খেলতে হয়েছিল ১৯ ওভার ৫ বল পর্যন্ত।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৪১ আসে পুরানের ব্যাট থেকেই। শুরুতে ওয়ার্নার নিজের সহজাত খেলা শুরু করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভুল বুঝাবুঝিতে রানআউটের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। অলক কাপালি ১৯ ও আফিফ ১৯ রান করে সাজঘরে ফিরে যান।