• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হার দিয়ে বিপিএল শুরু মাশরাফিদের, মুশফিকদের শুভ সূচনা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে পা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। চিটাগংয়ের কাছে তিন উইকেটে হেরে শুরু হয়েছে মাশরাফিদের বিপিএল। অন্যদিকে চ্যাম্পিয়নদের তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছেন মুশফিকরা।
বিপিএলের ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ নিজেদের করে নিতে পারলো না বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংসের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯৮ রান করে সবকটি উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৪৪ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। শেষ দিকে সোহাগ গাজী করেন ২১ রান। এ ছাড়া দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সাউথ আফ্রিকান বোলার ফ্রাইলিংক। নাঈম হাসান ও আবু জায়েদ নেন দুই উকেট করে।
টার্গেটে খেলতে নেমে ৯৯ রান করতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং। ১৯ ওভার ১ বল খেলে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন আফগান ব্যাটসম্যান শাহজাদ (২৭) ও অধিনায়ক মুশফিক (২৫ )। শেষদিকে ফ্রাইলিংক (১২) ও সানজামুল ইসলাম (৭) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
রংপুরের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন অধিনায়ক মাশরাফি। এ ছাড়া শফিউল, নাজমুল, হাওয়েল ও ফরহাদ রেজা নেন একটি করে উইকেট।