• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওয়ার্নার অধিনায়ক, পরিচয় করিয়ে দেবে সিলেট সিক্সার্স

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৬ষ্ঠ আসর শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি। এবার বিপিএলে নতুন অধিনায়ক নিয়ে আসছে টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স।
সম্প্রতি অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। আর তাঁর হাতেই এবার অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় থাকায় সিলেট সিক্সার্স। ওয়ার্নারের হাত ধরেই ২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
নতুন অধিনায়ক ওয়ার্নারকে আগামীকাল বৃহস্পতিবার পরিচয় করিয়ে দেবে সিলেট সিক্সার্স। এ উপলক্ষে কাল রাত ৮টায় ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের তুরাগ হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বিপিএলের পঞ্চম আসরে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয় সিলেট সিক্সার্স। সেবার টুর্নামেন্টে এ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন নাসির হোসাইন।