• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রথম আসরেই বাজিমাত বসুন্ধরা কিংসের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
স্বাধীনতা কাপের শিরোপা জিতল প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। আজ বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠেন অস্কার ব্রুজেন শিষ্যরা।
মৌসুমের প্রথম ট্রফি জিতে স্টেডিয়ামের সব আলো কেড়ে নেন ইমন, কলিন্দ্রেস, জিকো, ইব্রাহিমরা। প্রথমবারের মতো ঘরোয়া মৌসুমের বড় আসরে খেলছে বসুন্ধরা কিংস। গতবার চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ারে উঠে আসে দলটি। মর্যাদার আসরে পা রেখেই সফল কিংস।
স্বাধীনতা কাপের শিরোপা জেতার আগে ফেডারেশন কাপের ফাইনালেও খেলে তারা। তবে ফেড কাপে ট্রফি জেতার স্বাদ পায়নি। আবাহনীর কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপে সন্তুষ্ট থাকে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও ঘরোয়া আসরের কোনো ট্রফি জেতার হাতছানি ছিল শেখ রাসেলের সামনে। ২০১৩ সালে ট্রেবল শিরোপা জেতার পর থেকে ট্রফিহীন রয়েছে দলটি। স্বাধীনতা কাপে সেই সুযোগ ছিল। কিন্তু প্রতিবেশী বসুন্ধরার সঙ্গে পেরে ওঠেনি সাইফুল বারী টিটুর দল।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টাআক্রমণে এগিয়ে চলে খেলা। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিনিসিয়াস (১-০)। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোইন (১-১)।
প্রথমার্ধে সমতা নিয়ে বিশ্রামে ফেরা দুদলই দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকে। বেশ কিছু ভালো আক্রমণ শানায় দুদলের খেলোয়াড়রা। কিন্তু আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে পঞ্চম মিনিটেই বদলি ফরোয়ার্ড মতিন মিয়ার দারুণ এক গোলে ২-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। অগ্রগামিতা ধরে রেখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ট্রফি জয়ের আনন্দে মাঠ ছাড়েন অস্কার ব্রুজেনের দল। বসুন্ধরার শিরোপা উৎসবের রাতে আরেকবার আক্ষেপ আর হতাশায় মাঠ ছাড়েন শেখ রাসেলের খেলোয়াড়রা।