• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উইন্ডিজের সামনে ২১২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। লিটন-সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে সফরকারীদের সামনে ২১২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন স্বাগতিকরা। প্রথম ম্যাচে উইন্ডিজ বোলারদের শর্ট বলে তামিম-লিটনরা আত্মহুতি দিয়েছিলেন কিন্তু আজ খেলেছেন সাবলীল ভাবেই।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক কার্লোস ব্রাফেট। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ক্রিকেট খেলেন টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২১১ রান।
সর্বোচ্চ ৬০ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শুরু থেকেই তিনি মারকুটে খেলা খেলেন। মাত্র ৩৪ বলে ৬টি চার ও চারটি ছয়ের মারে ৬০ রান করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি লিটনের দ্বিতীয় অর্ধ-শতক। প্রথম অর্ধশতক উইন্ডিজের বিপক্ষেই করেন তাদের মাটিতে।
কিন্তু সাকিব-মাহমুদুল্লাহর বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ ২০০ পার। ৫ম উইকেটের জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ৯১ রান। মাত্র ২৬ বলে ৪২ রান করেন সাকিব। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২১বলে ৪৩ রান।
ব্যাট হাতে ব্যর্থ ছিলেন একমাত্র মুশফিকুর রহিম। তিনি ছাড়া বাকি ব্যাটসম্যানরা পেয়েছেন দুই অঙ্কের দেখা। মুশফিক ৩ বলে ১ রান করে ফিরেন সাজঘরে। এ ছাড়া সৌম্য ৩২ ও তামিম ইকবাল ১৫ রান করে সাজঘরে ফিরেন।
মিরপুরে আজ একাদশে কোনো পরিবর্তন ছাড়াই টাইগাররা মাঠে নামেন। শর্ট বলের ভয়কে জয় করে টাইগাররা ব্যাটিং করেন দুর্দান্ত। প্রথম ম্যাচে উইন্ডিজ জেতায় আজ জিততেই হবে টাইগারদের। নাহয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হবে সাকিবদের।