• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের দলই দ্বিতীয় ম্যাচে খেলাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজকের ম্যাচ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ প্রথম ম্যাচ হারায় আজকের ম্যাচটা স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
বাংলাদেশ সফরে এবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।