• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমার ভার্থখলায় সম্প্রীতির অনুষ্ঠানে মারামারি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৫

40612সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার ৫টি পরিবারকে পঞ্চায়েতর্ভূক্ত করা উপলক্ষে আয়োজিত সম্প্রীতি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ এশা দক্ষিণ সুরমা ভার্থখলাস্থ নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্থখলা পঞ্চায়েতে ৫টি পরিবারকে অন্তর্ভূক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথা সময়ে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
অনুষ্ঠান শেষে শিরনী বিতরনের সময় ভার্থখলা গ্রামের দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষ মারামারিতে লিপ্ত হয়।
এ সময় অনুষ্ঠানে আসা লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।