বি৭১নি ডেস্ক :
১৪১ বছরের প্রথা ভেঙে ক্রিকেটে নজির সৃষ্টি করল অষ্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাশ। আজ বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিটের ম্যাচে ব্যাট দিয়ে টস করে ক্রিকেট বিশ্বে নয়া নজির স্থাপন করল ফ্যাঞ্চাইজি লিগটি।
কয়েন দিয়ে ক্রিকেটে টসের প্রথা শুরু হয় ১৮৭৭ সালে। ২০১৮ সালে এসে বিগ ব্যাশ ক্রিকেট লিগ কর্তৃপক্ষ কয়েনের পরিবর্তে ব্যাট দিয়ে টসের প্রথা চালু করল। যার নাম দেওয়া হয়েছে ‘ব্যাট ফ্লিপ’। আর এই টসের সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখাল ব্রিসবেন হিট ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।
অষ্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ব্যাট ফ্লিপ (উপরে ছুড়ে মারা) করেছেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক কল দিয়েছেন। কয়েন দিয়ে টসে ভাগ্য নির্ধারণ হতো হেড-টেল বলার মাধ্যমে। অন্যদিকে ব্যাট দিয়ে টসে ভাগ্য নির্ধারণ হবে ফ্ল্যাটস-হিলস বলার মাধ্যমে।
ব্যাটের সামনের মসৃন অংশ ফ্ল্যাটস আর পেছেনের এবড়োথেবড়ো অংশ হিলস। এ ব্যাটটি সরবারহ করবে বিগ ব্যাশ কতৃপক্ষই।