• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টাইগারদের লক্ষ্য শুরুতে উইকেট না দেওয়া

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিলেটে উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩.৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফলাফল ১৯ ওভারে ১২৯ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এ ভুল করতে চান না টাইগাররা। তা-ই জানালেন দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আজ বুধবার দুপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
সৌম্য সরকার জানান, তাদের প্রথম এবং প্রধান কাজ হবে শুরুতে যতটা সম্ভব কম উইকেট দেওয়া, পাওয়ার প্লেতে একটার বেশি উইকেট না খোয়ানো। তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচে তিন-চার ওভারের মধ্যেই ৩ উইকেট খুঁইয়ে ফেলি, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রথম পাওয়ার প্লের ছয় ওভারে যদি একটির বেশি উইকেট না হারাতাম, তাহলে হয়তো স্কোরটা আরও লম্বা হত। কালকের ম্যাচে সেদিকে বিশেষ নজর থাকবে আমাদের, যাতে শুরুতেই বেশি উইকেট পড়ে না যায়।’
শুরুতে উইকেট হারালেও প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বেশ উইন্ডিজ পেসারদের শর্ট বল। এ ব্যাপারে সৌম্য বলেন, ‘আমার কাছে মনে হয় ওরা শর্ট বল করেছে, আমরা দৌঁড়ে মারতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার। শর্ট বলের মধ্যেও জোরে বলে মারতে গিয়েছি। আমরা পিছিয়ে গিয়ে আউট হলে বলা যেত যে আমরা শর্ট বলের ভয়ে আউট হয়েছি।’
তবে বুঝেশুনে খেললে শর্ট বলে আউট হতো না ব্যাটসম্যানরা। সৌম্য বলেন, ‘আমরা যদি বুদ্ধি খাটিয়ে প্লেসিং করার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভালো হত।’
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচ জিতলে সিরিজে সমতা আসবে নাহয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে হার নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।