বি৭১নি ডেস্ক :
ওয়ানডে ও টেস্টে সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে বাংলাদেশ শুরু করেছিল টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু প্রথম ম্যাচেই উইন্ডিজরা জল ঢেলে দিল। উড়তে থাকা লাল সবুজের শিষ্যদের মাটিতে টেনে নামিয়েছেন হোপ-কটরেলরা। যে পিচে টাইগার ব্যাটসম্যানরা ব্যাট চালাতে পারেননি সে পিচে কামান দাগিয়েছেন উইন্ডিজরা। ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ৫৫ বল হাতে রেখেই পৌঁছে যান জয়ের বন্দরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। কিন্তু মুহূর্তে পরিণত হয়ে যায় নিস্তব্ধ শ্মশানে। টস জিতে আগে ব্যাট করেছিল বাংলাদেশ। পুরো ম্যাচেই এই টসটাই জেতেন টাইগাররা। এটুকুই। সাকিবও বলছিলেন ম্যাচ শেষে, ‘আজকে টস ছাড়া সবকিছুই আমাদের বিপক্ষে গেছে।’
যে পিচে হোপরা চার-ছয়ের হুল ফোটান সেই পিচেই কেন আসা-যাওয়ার মিছিলে ছিলেন তামিম-লিটনরা? ব্যাট হাতে দেশকে বাঁচিয়েছেন দলনেতা সাকিবই। খেলেছেন ৪৩ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু বাকিরা? আরিফুল হক ১২, মাহমুদুল্লাহ ১৭ ছাড়া কোনো ব্যাটসম্যানই দেখেননি দুই অঙ্কের মুখ। তবে একমাত্র মোস্তাফিজ ছাড়া রানের খাতা খুলেছেন সব ব্যাটসম্যানই।
তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দায়ভার নিতে চান না সাকিব। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি অবশ্যই দলের অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করতে পারেন, কেন তারা ভালো ব্যাট করেনি।’ এই পিচে তিনি নিজেও রান করেছেন সাবলীলভাবে। অন্যরা কেনো পারবেন না? এ প্রশ্নের জবাব নেই তার কাছে।
সাকিব বলেন, ‘সবার ব্যর্থতার জবাব আমার কাছে নেই। যেমনটা আমি বলছিলাম, আজ আমাদের কিছুই ভালো যায়নি। আমরা যা চেষ্টা করেছি, তা কাজে লাগাতে পারিনি। ম্যাচ থেকে শেখার অনেক কিছুই আছে আমাদের।’
তবে তিনি জানান এই পিচে ১৭৫ রান করতে পারলে লড়াই করা যেত। তার মতে, ‘আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি, এমনকি ভালো বোলিংও করিনি। উইকেট ভালো ছিল, আমরা অন্তত ১৭৫ রান করতে পারতাম।’
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয়।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে গেল উইন্ডিজরা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।