বিনোদন ডেস্ক :: পরিচালক শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী পড়শি। ছবিতে অভিনয়ের জন্য এখন থাইল্যান্ডের পাতায়াতে অবস্থান করছেন পড়শি।
ছবিতে পড়শি ‘মন নাজেহাল’ শিরোনামে একটি গানের দৃশ্যে অভিনয় করবেন। এই গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছেন ভারতের শিল্পী শানের সঙ্গে।
গানটির কথা লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ডাব্বু। এরই মধ্যে ইউটিউবে ‘মন নাজেহাল, মন বেসামাল, প্রেমেতে মাতাল’ গানটি শুনেছেন ৪০ হাজারেরও বেশি শ্রোতা।
এই গানটিতে অভিনয়ের জন্য বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাতায়াতে অবস্থান করছেন পড়শি। মঙ্গলবার ও বুধবার গানটির দৃশ্য ধারণ করা হবে।
পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজক পারভেজ চৌধুরী ইতিমধ্যে পাতায়াতে লোকেশন চূড়ান্ত করেছেন।
পড়শি জানিয়েছেন, তিন দিন আগে পাতায়াতে গেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার মা। এবারই প্রথম তিনি চলচ্চিত্রে নিজের গানের সঙ্গে অভিনয় করবেন। তাও আবার শাকিব খানের সঙ্গে। এ কারণে তিনি খুবই রোমাঞ্চিত। শুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।