বি৭১নি ডেস্ক :
টি-টোয়েন্টি আসলেই যেনো ব্যাটিং ভুলে যান টাইগার ব্যাটসম্যানরা। বরাবরের মতো উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হচ্ছে একই পুনরাবৃত্তি। একমাত্র সাকিব ছাড়া সকলেই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। টসে জিতে আগে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দেন টাইগাররা। নির্ধারিত ওভার শেষ হওয়ার এক ওভার আগেই অলআউট হয় বাংলাদেশ।
তাও সম্ভব হতো না সাকিব যদি না লড়াই করতেন । চতুর্থ ওভারে সৌম্য আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিজে থাকেন ১৭ ওভার ৩ বল পর্যন্ত। খেলেন ৪৩ বলে ৬১ রানের একটি ঝকঝকে ইনিংসে। তার ব্যাটিংয়ের সুবাদেই ১২৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
অন্যদিকে এক প্রান্ত সাকিব আগলে রাখলেও অন্য প্রান্ত ছিল আসা যাওয়ার মিছিলে। আরিফুল হক ১২, মাহমুদুল্লাহ ১৭ ছাড়া কোনো ব্যাটসম্যানই দেখেননি দুই অঙ্কের মুখ। তবে একমাত্র মোস্তাফিজ ছাড়া রানের খাতা খেলেছেন সব ব্যাটসম্যানই।
উইন্ডিজের হয়ে শেলডন কটরেল সর্বোচ্চ চার উইকেট নেন। এ ছাড়া কিমো পল দুই, কার্লোস ব্রাফেট, ফ্যাবিয়ান অ্যালেন ও ওশান থমাস নেন একটি করে উইকেট।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের এবার মিশন শুরু হয়েছে টি-টোয়েন্টির। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে উইন্ডিজরা বিশ্ব চ্যাম্পিয়ন, অন্যদিকে বাংলাদেশ খোঁড়াতে থাকা দল। গতকাল চোট পেলেও সব শঙ্কা কাটিয়ে খেলছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এ বছর খেলা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ উইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানেই জিতে নেয় টাইগাররা।
এ বছর ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জয় পেয়েছে মাত্র দুটিতে। সব শেষ নভেম্বরে ভারত সফরে গিয়ে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই হেরেছে ক্যারিবীয়রা।