• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিএমডব্লিউ উপহার দিলেন সাকিব

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :
২০১২ সালে জু’টি গড়েছিলেন সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশির। অপরাজিত এই জু’টি এখন ছয় বছরে পা দিয়েছে। তাদের সেই বিয়ের ম্যাজিক্যাল তারিখ (১২-১২-১২) ছিল গতকাল বুধবার (১২ ডিসেম্বর)। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমকেই দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশেষ এই দিনে স্ত্রীকে উপহার দিলেন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি।
সাদা রঙের সেই গাড়ির সামনের দিক সজ্জিত ছিল লাল রঙের কৃত্রিম ফুলে। একে ‘চেরি ফল’ আখ্যা দিয়ে শিশির তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর সেরা উপহারটির উপর চেরি, সাকিব আল হাসানের তরফ থেকে।’
দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে কন্যা আলায়না হাসান অব্রি।