• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘ডু অর ডাই ম্যাচেই ভালো খেলে বাংলাদেশ’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা নিয়ে এসেছে উইন্ডিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ পাঁচ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে হারে চার উইকেটে। আর এতেই সুযোগ দেখছেন মেহেদী মিরাজ। তিনি মনে করেন এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ।  আরও জানান  ডু অর ডাই ম্যাচেই ভালো খেলে বাংলাদেশ।

আজ বুধবার দুপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মেহেদী মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় এখনও তো আমরা সিরিজে আছি, লাস্ট ম্যাচ আমাদের ডু ওর ডাই। আর আসলে আমাদের ডু অর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি।’

এর স্বপক্ষে মিরাজ যুক্তিও দেখান। চলতি বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই শেষ ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এ উদাহরণ টেনে মিরাজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা লাস্ট ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা গুড অপরচ্যুনিটি পরের ম্যাচে।  আশা করবো আমরা স্ট্রংলি কামব্যাক করবো। ‘

বরাবরের মতো গতকাল নজরে এসেছে বাংলাদেশের বাজে ফিল্ডিং। ম্যাচে ছিল ক্যাচ মিসের মহরা। অধিনায়ক মাশরাফিকেও ক্যাচ মিস নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যুক্তি খণ্ডন করতে হয়েছিল। আজ মিরাজও কথা বলেন ফিল্ডিং নিয়ে। তিনি অবশ্য মনে করেন ক্যাচ মিস ম্যাচেরই একটা অংশ।  তবে সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান।

মিরাজ বলেন, ‘আসলে ক্যাচ মিস হতে পারে এটা ক্রিকেট খেলার পার্ট। আমরা কিন্তু ভালো ভালো ক্যাচও ধরেছি। যেটা বললাম ক্যাচ মিস হতেই পারে। তারপরও অনেক সময় বল এদিক ওদিক হয়, ওইটাই মিস্টেক হয়ে যায়। আশা করি যে নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো।’

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি রুপ নিলো অলিখিত ফাইনালে।  বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে।