• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেঞ্চুরিতে রাজশাহী মাতালেন আশরাফুল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে তিনি খেলেছেন ১৩৬ রানের এক অসাধারণ ইনিংস।

এ ছাড়া সেঞ্চুরি পেয়েছেন পূর্বাঞ্চলের ওপেনার রনি তালুকদার। তিনি ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন। ১৮৫ রান আসে রনির ব্যাট থেকে। আশরাফুল-রনির যৌথ পারফর্মেন্সে চালকের আসীনে আছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংস শেষে সবকটি উইকেট হারিয়ে ৪৬৬ রান সংগ্রহ করে।

প্রায় ৮ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন আশরাফুল। এর আগে এপ্রিলে কলাবাগান ক্রিকেট ক্লাবের হয়ে ব্রাদার্সের বিপক্ষে সাভারে ১০২ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ৯ ম্যাচ খেললেও রান পাচ্ছিলেন না নিয়মিত। শেষ ৯ ম্যাচে মাত্র দুটি হাফ সেঞ্চুরি ছিল। এবার রাজশাহীতে উত্তরাঞ্চলের বিপক্ষে পেয়েছেন অধরা সেঞ্চুরি।

২৫১ বলে আশরাফুল ১৩৬ রান করেন। রয়েছে ১৫টি চারের মার। ২০০১ সালে অভিষেক হওয়া আশরাফুল ১৩ বছর লাল সবুজের জার্সিতে খেলেছিলেন। স্পটফিক্সিংয়ের কারণে নির্বাসিত থাকার পর আবারও ফিরেছেন ক্রিকেটে। এবার তাকে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ আসরেও। চিটাগং ভাইকিংসের হয়ে আশরাফুল এবার বিপিএল মাতাবেন।