বি৭১নি ডেস্ক :শাই হোপের ক্ষুরধার ব্যাটে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা ভঙ্গ হলো বাংলাদেশের। প্রথম ম্যাচ জয়ের পর অধিনায়ক মাশরাফি বলেছিলেন দ্বিতীয় ম্যাচেই জিতে সিরিজ নিশ্চিত করে রাখতে চান। কিন্তু হোপ তা হতে দিলেন না। ২৫৬ রানের জবাবে খেলতে নেমে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজরা।
সর্বোচ্চ ১৪৬ রান আসে শাই হোপের ব্যাট থেকেই। এ ছাড়া ব্রাভো ও স্যামুয়েলস করেন ২৭ ও ২৬ রান করে। শেষ দিকে কিমো পল ভালোই সঙ্গ দেন ক্রিজে থাকা হোপকে। হোপ-পল দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে ব্যাট করে সফরকারী উইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব-মুশফিকের ঝকঝকে পারফর্মেন্সে উইন্ডিজের সামনে বাংলাদেশ ২৫৬ রানের লক্ষ্য দেয়। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব। মুশফিক করেন ৬২ রান। মাশরাফি-মিরাজ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আজ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। আজ উইন্ডিজরা চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা নিয়ে আসল।