বি৭১নি ডেস্ক : ভারতীয় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন উদীয়মান নায়ক-মডেল আমান রেজা। তবে এবার তার সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবির নাম ‘বোবা রহস্য’। বিষয়টি নিশ্চিত করেছেন আমান রেজা। তিনি বলেন, ‘সাগর সেনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। ছবিতে আমাদের সঙ্গে আরও অভিনয় করবেন দেশের নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আগামী ১২ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে। এর গল্পটি থ্রিলার, রোমান্স ও গোয়েন্দা ঘরনার।আমান রেজা আরও জানান, তাদের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করবেন ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বাসুসহ অনেকে। ছবির শুটিং হবে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে।জানা গেছে, ‘বোবা রহস্য’ ছবির মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সব্যসাচী চক্রবর্তী। ছবিটি বাংলাদেশে পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবিতে দেখা যাবে, তিশার সঙ্গে আমান রেজার প্রেম হয়। এরপর ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা। আর সেই রহস্যের সমাধান করতে নামবেন সব্যসাচী।