বি৭১নি ডেস্ক : রঙ্গিন পোশাকে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সৌম্য সরকার। তরুণ এই ওপেনার গত মাসেই জাতীয় দলের হয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। ওই সিরিজের প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। এবার উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে আবারও হাঁকালেন সেঞ্চুরি। এদিন সেঞ্চুরি করেন তামিমও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, তামিম ইকবালের অনুপ্রেরণাতেই তার এই বিধ্বংসী সেঞ্চুরি।
৮৩ বলে ৭ চার এবং ৬ ছক্কায় অপরাজিত ১০৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সৌম্য। কিন্তু ইনিংসের শুরুতে রোস্টন চেইসকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই তামিম ইকবাল এগিয়ে এসে তরুণ সতীর্থকে পরামর্শ দেন। এতে ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। বাজে শট ভুলে রীতিমতো অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন সৌম্য।
সাংবাদিকদের সৌম্য বলেন, ‘তামিম ভাই ক্রিজে থাকায় অনেক সুবিধা হয়েছিল। উইকেটে থাকার সময়ে তিনি একটি কথা বলেছিলেন যা বাইরে হয়তো বলতেন না। তো উইকেটে সময় কাটানোর সময় এই কথাগুলো শেখা সহজ হয়। আমি এখন চেষ্টা করছি উইকেটে বেশিক্ষণ থাকার, নিজের শট গুলো আত্মবিশ্বাস নিয়ে খেলার।’
তিনি আরও বলে, ‘উনি আমাকে কিছু কথা বলছিলেন, যেগুলো আমার জন্য খুব সহায়ক ছিল। উনার পরামর্শ মতোই ব্যাটিং করেছি। একটা ভুল শট খেলেছিলাম। তখন উনার একটা কথায় আমার মাথাটা আরও খুলে যায়। উইকেটের মধ্যে এই ধরনের কিছু কথা অনেক বেশি সহায়ক হয়ে যায়। আর স্বপ্ন বড় থাকাই তো ভালো। স্বপ্ন আমারও বড় । চেষ্টা করব যে ম্যাচগুলোতে সুযোগ পাব সেগুলোতে ধারাবাহিকতা বজায় রাখার।’