• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮

বি৭১নি ডেস্ক : দেশের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের নাম ঘোষণা করে পাঠাও কর্তৃপক্ষ।

পাঠাওয়ের সঙ্গে মাশরাফির এই যাত্রা জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

পাঠাও’ এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাও’এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন। দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা সর্বজন স্বীকৃত। তার প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। আমরা বিশ্বাস করি মাশরাফির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল খাত বিনির্মাণে ভূমিকা রাখবে।

মাশরাফি বলেন, ‘আমি অনেক দিন ধরে লক্ষ করছি পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখছে। এমনকি দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে। লাখ লাখ মানুষের সময় ও অর্থ বাচানোর পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।’

দেশজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের ব্যবহার বৃদ্ধি করতে পাঠাও কাজ করে যাচ্ছে। আর সে জন্যই ঢাকা,চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে হাজার হাজার চালক, ক্যাপ্টেন এবং সাইক্লিস্টদের সুযোগ করে দিচ্ছে।

মাশরাফির এই উপস্থিতিতে পাঠাও আশা করছে, সর্বস্তরের জনগণের কাছে তাদের সব সেবা পৌঁছানোর মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।