• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘এবিসিডি থ্রি’র জন্য এতো টাকা চাইলেন বরুণ!

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮

বি৭১নি ডেস্ক : ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে এবিসিডি-টু এর সিকুয়েল ‘এবিসিডি থ্রি’-এর শুটিং।

ইতিমধ্যে এ ছবির জন্য স্বাক্ষর করেছেন হালের বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

আর এই ছবির জন্য বরুণ হাঁকিয়েছেন বিপুল পরিমাণ পারিশ্রমিক!

ভারতীয় পাপারাজ্জিদের খবর, ‘এবিসিডি থ্রি’র জন্য বরুণকে ইতিমধ্যে ২১ কোটি রুপি দিয়ে ফেলেছেন পরিচালক রেমো ডি’সুজা।

এর পরও আরও বেশি চাইছেন বরুণ!

সিনে বিশেষজ্ঞদের মতে, এবিসিডি টু’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ। ছবিটি বক্স অফিস ব্যবসা সফল হয়। ছবিতে বরুণের নৃত্যশৈলী দর্শকদের মুগ্ধ করে দেয়।

সে হিসাবে এবার বরুণ এমন পারিশ্রমিক চাইতেই পারে। কেননা এবিসিডি-থ্রির জন্য বরুণকেই পছন্দ পরিচালক রেমো ডি’সুজার।

জানা গেছে, এ সিনেমার জন্য বরুণ নাকি দাবি করেছেন ৩২ কোটি রুপি!

সে পারিশ্রমিক দিতে পরিচালক রেমো রাজিও হয়ে গেছেন। শিগগিরই সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

ছবিতে বরুণের বিপরীতে চিকনি চামেলী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা যাবে গুঞ্জন শোনা যাচ্ছে।

যদিও এ বিষয়ে ক্যাটরিনা থেকে কোনো মন্তব্য আসেনি।