• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১০ ডিসেম্বর থেকে ‘গানের রাজা’ শুরু

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

  বি৭১নি ডেস্ক :‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ এই স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর   স্পাইসেস’। এরই মধ্যে সাত বিভাগের বাছাই পর্বের কাজ শেষ হয়েছে। আর আগামী ১০ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন এর পরিচালক তাহের শিপন।

 এ প্রসঙ্গে তাহের শিপন জানান, ৭ বিভাগ থেকে সেরা ৫০ জন গানের রাজাকে নিয়ে ১৮ ডিসেম্বর থেকে মেগা অডিশন শুরু। সেখান থেকে ২৪ জনকে বাছাই করা হবে। এরপর পর্যায়ক্রমে গ্রুমিংয়ের   মাধ্যমে ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ‘শিশু গানের রাজা’কে নির্বাচন করা হবে।

 প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকছেন সঙ্গীতশিল্পী ইমরান ও কোনাল। অনুষ্ঠান প্রসঙ্গে ইমরান বলেন, ‘ক্ষুদে শিল্পীদের নিয়ে দারুণ একটা আয়োজন হতে যাচ্ছে। মনের আনন্দে গান হবে,   কোনো চাপ ছাড়াই। আশা করি, অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’

 কোনাল বলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করতে চাই না। মজা করে কাজটি করতে চাই। ওদের মধ্য থেকেই বেরিয়ে আসবে কিছু সুরেলা কণ্ঠ।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনয় শিল্পী টয়া ও শিশু শিল্পী   সাহীর। আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি সোম ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে এটি প্রচার হবে।