• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গানে গানে বাচ্চুকে স্মরণ করবেন শিল্পীরা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :‘বাচ্চু ভাই আমাদের মাঝে নেই। কিন্তু তার গান আছে। আমাদের উচিৎ গানে গানে বাচ্চু ভাইকে স্মরণ করা। যে উৎসবের শুরুতে বাচ্চু ভাই ছিল, সে উৎসবের প্রতিটি আয়োজনে যেন তাকে স্মরণ করা হয়।’ অশ্রুভরা চোখে এভাবেই কথাগুলো বলছিলেন অবসকিওর ব্যান্ডের টিপু।

আগামী ১ ডিসেম্বর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দনপার্ক’। এবারের উৎসব এলআরবি ব্যান্ডের জনক ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে।

উৎসব উপলক্ষ্যে আজ  বেলা সাড়ে ১২টায় চ্যানেল আই কর্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, নন্দনপার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) তুষার বিন ইউনুস, এলআরবি ব্যান্ডের সেলিম, স্বপন, অবসকিওর ব্যান্ডের টিপু, রেনেসা ব্যান্ডের ফয়সাল সিদ্দিকী বগি, বাংলাদেশ ব্যান্ডের রুমী, ফিডব্যাকের লাবু রহমান, তরুণ, জয়, পারভেজসহ অনেকে।

সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করে শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যান্ডফেস্ট উৎসবটি শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর অনুরোধে। তিনি চেয়েছিলেন, বছরের কোনো একটি দিনে তরুণদের নিয়ে গান-বাজনা করতে। তার অনুরোধেই চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ভাই এই উৎসবের আয়োজন করে। দিন হিসেবে বেছে নেওয়া হয় বিজয়ের মাসকে। সেই থেকে শুরু।’

সংবাদ সম্মেলনে অবসকিওর ব্যান্ডের টিপু বলেন, ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট উৎসবের প্রতিটি আয়োজনে তাকে আমরা স্মরণ করতে চাই। শুধু তাই নয়, আমাদের উচিৎ প্রতিটি উৎসবে আমরা যেন তার একটি গান গাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা প্রয়াত এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন। এ ছাড়া আইয়ুব বাচ্চুর আগ্রহে ব্যান্ড ফেস্টের যাত্রার ইতিহাস নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় অনুষ্ঠানে।

আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিওর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল, এলআরবিসহ ১৭টি ব্যান্ডদল। উৎসব চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যান্ড ফেষ্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।