• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের ৪টি আসনে প্রার্থী ৩০ জন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী ৩১টি মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১০ জন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৮ জন, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৮ জন ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৫ জন।  জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক দুটি আসনে পৃথক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের শাহ নেওয়াজ মিলাদ গাজী, গণফোরাম প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র জাপা দলীয় বর্তমান এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, কৃষক শ্রমিক জনতা লীগের নূরুল হক, ইসলামিক ফ্রন্টের মুফতি বদরুর রেজা সেলিম, বাসদের ফয়ছল শোয়েব ও ইসলামী আন্দোলনের আবু হানিফা আহমদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মো. আব্দুল মজিদ খান, বিএনপির ডা. সাখাওয়াত হাসান জীবন ও মো. জাকির হোসেন, জাতীয় পার্টির শংকর পাল, জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা আব্দুর রব ইউসুফী, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ন্যাশনাল পিপলস পার্টির পরেশ চন্দ্র দাশ ও ইসলামী আন্দোলনের এজে মাশউদ হাসান।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ দলীয় মো. আবু জাহির, বিএনপি দলীয় জি কে গউছ ও মো. এনামুল হক সেলিম, জাপার মো. আতিকুর রহমান আতিক, সিপিবির পিযুষ চক্রবর্তী, গণফোরামের চৌধুরী আশরাফুল বারী নোমান, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল কাদির ও ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল মনোনয়নপত্র জমা দেন।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মাহবুব আলী, বিএনপির সৈয়দ মো. ফয়ছল, ইসলামিক ফ্রন্টের মুফতি এমএ মুমিন, ইসলামী আন্দোলনের শেখ সামছুল আলম ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদল কবীর মুরাদ জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উৎসমুখর পরিবেশ সব সময় বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব।