বি৭১নি ডেস্ক :সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
মনোনয়নপত্র জমাদারে সময় তাঁর সাথে বড় ভাই ও সিলেট-১ আসনের বর্তমান সাংসদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক সচিব ড. এ কে মুবিন, বোন সাবেক জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন উপস্থিত ছিলেন।
বুধবার বেলা সোয়া ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ড. মোমেন।
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।