• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

মনোনয়নপত্র জমা দিলেন খন্দকার মুক্তাদির

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

 

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার বিকাল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন তিনি।

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন। তবে এই দুজনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্ত অনুসারে নির্বাচনী মাঠে থাকবেন। অপরজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

মনোনয়নপত্র জমাদানের সময় খন্দকার মুক্তাদিরের সাথে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফারুক চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, ডা. আশরাফ আলী, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।