• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

তবুও ভোটের মাঠে শফিক চৌধুরী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা) আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় ছিলেন, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন শফিকুর রহমান চৌধুরী। তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এই নেতা শেষপর্যন্ত মনোনয়ন পাননি। আওয়ামী লীগ আসনটি ছেড়ে দিচ্ছে জোট শরিক জাতীয় পার্টিকে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীরা হতাশ, ক্ষুব্ধ। সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চেয়ে কয়েক দফা বিক্ষোভও হয়েছে।
তবে মনোনয়ন না পাওয়ার হতাশাকে উড়িয়ে দিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন শফিক চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের জয়ী করতে তিনি সর্বাত্মক পরিশ্রম করবেন বলে জানিয়েছেন।
বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে ফিরেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এরপর বেলা ২টার দিকে তিনি হাজির হন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সাথে ছিলেন শফিক। এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও উপস্থিত ছিলেন।