বি৭১নি ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী।
তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও উক্ত আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান (কোম্পানিগঞ্জী) ও ইসলামী শ্বাসনতন্ত্র আন্দোলনের মাওলানা জিল্লুর রহমান।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা পর একে একে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে যার যার মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমাদানকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকের ঢল নামে।